করোনা কেড়ে নিলো আরও দুজন শিক্ষাবিদকে। তাঁদের মধ্যে অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও তাঁর স্ত্রী জুলেখা খাতুন ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় ,শিক্ষা ভবন ,ঢাকা এর সাবেক মহাপরিচালক জনাব প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন অদ্য ৬ই ডিসেম্বর/২০২০ ইংরেজি, ২১শে অগ্রহায়ন/১৪২৭ বাংলা ,১৯শে রবিউস সানি/১৪৪২ হিজরী, রোজ রবিবার সন্ধ্যা ৮-০০ ঘটিকার সময় করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), একই দিনে একই তারিখে অর্থাৎ ৬ই ডিসেম্বর/২০২০ সাল সকাল ১০-০০ ঘটিকার সময় উনার স্ত্রী, প্রফেসর জুলেখা খাতুন, প্রাক্তন অধ্যক্ষ , ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ,একই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনাদের উভয়ের মৃত্যুতে শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এই মর্মান্তিক মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোকাহত।