নিজস্ব প্রতিবেদক : এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে পাসের হার ৯৩.২২। এই বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৯ হাজার পাঁচশ উনষাট জন। এর মধ্যে পাশ করেছে ২ লাখ৭২ হাজার সাতশ বাইশ জন।
এর আগে সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে নয়টি সাধারণ বোর্ডে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ৯৪.০৮ শতাংশ। প্রথমে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ফল প্রকাশের আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করেন।