মাদাগাস্কারে গতকাল রোববার একটি কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২০ কয়েদি নিহত হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।

তারা জানায়, ইন্ডিয়ান ওশান দ্বীপের ফারাফানগানা কারাগারে থাকা আসামিরা ইট-পাথর এবং কেড়ে নেয়া বন্দুক দিয়ে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ও সেনা সদস্যরা অভিযান চালিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৮ আসামির ৩৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় বন্দুকযুদ্ধে ২০ আসামি নিহত ও আটজন আহত হয়।

মন্ত্রণালয় জানায়, ৩১ আসামি এখনো পলাতক রয়েছে। মন্ত্রণালয় দেশের সকল কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মাদাগাস্কারে জেল ভেঙ্গে গণ হারে আসামি পালিয়ে যাওয়া নতুন কোন ঘটনা নয়। ২০১৬ সালে মাদাগাস্কারের তলিয়ারিতে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ভেঙ্গে প্রায় ৪০ বন্দি পালিয়ে যায়।

 

(বাসস)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে