গোলাম রাব্বানী, পুঠিয়া, রাজশাহী:
মাদক মুক্ত দেশ গড়তে কঠিন অবস্থানে রয়েছে রাজশাহী পুলিশ। রাজশাহী জেলার অন্তর্গত বিভিন্ন থানায় চালানো হচ্ছে বিশেষ অভিযান।
বিশেষ করে, রাজশাহীর পুঠিয়া ও তানোর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২১ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত অভিযানে তাঁদের আটক করা হয়। পুঠিয়া থানা পুলিশ ও তানোর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন, সতের গ্রাম হোরোইনসহ উপজেলার ভাতরন্ড গ্রামের মৃত ভোলা মন্ডলের ছেলে মাসুদ রানা (৪২) ও ঝলঝলিয়া গৌরাঙ্গপুর গ্রামের আবু তালেবের ছেলে এমদাদুল হক(৪০), চল্লিশ লিটার চোলাইমদসহ হেড বিল্লী মাদ্রাসা মোড় এলাকার সূর্য্য মুর্মূর ছেলে শিবলাল মুর্মু (৩৮) ও মুন্ডুমালা মিশনপাড়া এলাকার ধীরেন কর্মকারের ছেলে বিষ্ণু কর্মকার (৩৫), পরোয়ানা ভুক্ত আসামী দমদমা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মমতাজ বিবি (৩১), আমশো গ্রামের আব্দুস সালামের ছেলে সেলিম (২৪), হাতিনান্দা গ্রামের মেছের আলীর ছেলে ইলিয়াছ কাঞ্চন (২৭), কামারগাঁ কৃষ্ণপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাইনুল ইসলাম (৩১) ও মশিউর রহমান (৩২), কাসারদিঘী গ্রামের মৃত মানিক সরদারের ছেলে সৈবুর রহমান (২৯), বনগাঁ গ্রামের লক্ষীরাম টুডুর ছেলে রজনি টুডু (৩৮), মালশিরা গ্রামের জিল্লুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩২), বিল্লী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭)।
মঙ্গলবার বিকেলে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান তানোরে বিশেষ অভিযান চালিয়ে তেরো জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আর পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাসমত আলী জানান অভিযান চালিয়ে ১৮ জন কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। যার মধ্যে নিয়মিত মামলায় সাজাপ্রাপ্ত আসামি ৫ জন এবং বাকি আসামিদের আটকের সময় ১০ বোতল ফেনসিডিল ২০ গ্রাম গাজা ও ২ লিটার মদ উদ্ধার করা হয় অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,অভিযান এখানেই শেষ নয় পরবর্তীতেও এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক মুক্ত দেশ গড়তে সর্বচ্চো দিয়ে কাজ করবে পুলিশ।
পুঠিয়া ও তানোর থানা পুলিশ জানান, আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আটককৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।