রাজশাহী প্রতিনিধিঃ
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে রাজশাহী মহানগরীর শহীদ মিনারগুলোতে।
বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারী। পাকিস্তানি দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিসত্তা বিনির্মাণের প্রথম সোপান। মায়ের ভাষার অধিকার ও রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বীর বাঙালি জাতির লড়াই-সংগ্রাম আর বীরত্বের গৌরব গাঁথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রভাষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার কারণে কারাবরণও করতে হয় এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীকে।
এরই ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে ২৫ নং ওয়ার্ড ও বাবর আলী স্মৃতি সংঘের পক্ষে তালাইমারি শহিদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন তারুণ্যের অহংকার জনাব আলিফ আল মাহমুদ ( লুকেন) ও ২৫ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণ।
তবে মহান দিবসকে ঘিরে রাজশাহী নগরীর বিভিন্ন স্মৃতিসৌধসহ সমগ্র রাজশাহী নগরীতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। দিবস উপলক্ষে সাদা পোশাকের পাশাপাশি পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।