নিজস্ব প্রতিবেদক  :
নাটোরের সিংড়া উপজেলা শহর থেকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলের মাঝখানে অবস্থিত হযরত ঘাসি দেওয়ান (রহ.)-এর মাজার শরিফ, লোকে যাকে ‘তিসিখালি মাজার’ বলে চিনে থাকেন।পাশাপাশি এটা একটি পর্যটন কেন্দ্র হিসেবে সমধিক পরিচিত। বর্ষা মৌসুমসহ সারা বছর এখানে দর্শনার্থীরা ঘুরতে আসে।
কিন্তু এই পর্যটন কেন্দ্রের তথা মাজারের মূল ফটকে দেখা যায় (ঘাশি) ঘাসি বানান ভুল করে লেখা হয়েছে। অতি সাধারণ বানানটি ভুল লেখা হয়েছে বলে সকলের নজরে পড়লে তা নিয়ে সচেতনদের মনটা খারাপ হয়ে যায়। ‘ঘাশি’ শব্দটির প্রচলিত কোনো অর্থ নেই। আসল শব্দ হবে ‘ঘাসি’। জনশ্রুতি আছে, হযরত ঘাসি দেওয়ান (রহ.)-এর নামকরণ করার পেছনে তাঁর ঘাস কাটার একটি অলৌকিক ঘটনা রয়েছে।
বানান ভুলের বিষয়টি কথা হয়েছে দৈনিক বাংলাদেশ চিত্র’র সম্পাদক তরুণ লেখক মোহাম্মদ অংকন’র সাথে। তিনি  বলেন, ” ‘ঘাসি’ বানান ভুল হওয়ার কারণে ইতিহাস বিকৃতি ঘটতে পারে। পর্যটন কেন্দ্রে এ ধরনের ভুল দর্শকদের মনে বিভ্রান্তির জন্ম দিতে পারে। উল্লেখিত শব্দের প্রচলিত কোনো অর্থ নেই। তাই সঠিক বানান ‘ঘাসি’ লেখার জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে