ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের খড়ে মান্দারতলা গ্রামে সোমবার গভীর রাতে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ৩টি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫/২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার ওই গ্রামের আলি মিয়া,শামছুল হক ও আবুল কাশেমের বাড়িতে রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।এতে ৩টি বসত ঘর সহ নগদ টাকা,স্বর্ণালংকার,গরু,ছাগল,দলি ল পত্র,শিক্ষা সনদ,জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।ঘণ্টাব্যাপী আগুনে ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই সম্পূর্ণ ঘরসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে য়ায়।নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।