আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে আবাসিক ভবন ধসে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার মাঝরাতে পুরনো ওই ভবনটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।
২৬ বছরের পুরনো ৬তলা ওই ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিলো। ধ্বংস্তুপের নিচে আরো কেউ আটকে থাকতে পারেন সন্দেহে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
এর আগে গত ১৫ মে উল্লাসনগরে আরেকটি ভবন ধসে ৫ জনের প্রাণহাণী হয়।