নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতা ৫১ বছর স্মৃতি সম্মাননা – ২০২২ পেলেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র সম্পাদক, তরুণ উদিয়মান কবি, লেখক ও সাহিত্যিক মো. আবুল কালাম আজাদ ( রাজ কালাম)।

আজ ৯ এপ্রিল শনিবার ঢাকার  “বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ” বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে আয়োজিত “স্বাধীনতার ৫১ বছরে আমাদের প্রত্যাশা ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুুুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার ব্যক্তিত্ব, সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী জনাব এম.নাজিমউদ্দিন আল-আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিবর্গ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সাবেক চেয়ারম্যান, পালি বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. এ কে এম ওবায়েদুল্লাহ, ইন্সট্রাক্টর, ইউআরসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বীর মক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ – রাজ কালাম, লায়ন জেবিন সুলতানা কান্তা, সদস্য, ধর্ম বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করছেন রাজ কালাম

ইফতার ও দোয়া মাহফিলের পরে দ্বিতীয় অধিবেশনে বিচারকমন্ডলীর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণীজনদের বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। তারমধ্য মো. আবুল কালাম আজাদ – রাজ কালামকে শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে