মোংলা প্রতিনিধি:
মোংলা ইমাম পরিষদের উদ্যোগে ফ্রান্সে সরকার কর্তৃক মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোংলায় প্রতিবাদ মিছিল,মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) আসরের নামাজের পর চৌধুরীর মোড়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোংলা ইমাম পরিষদের নেতা মাওলানা তৈয়েবুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা জাহিদুল ইসলাম ও মাওলানা আবু হানিফ, মাওলানা আব্দুর রহমান প্রমূখ।
এ সময় বক্তরা বলেন,ফ্রান্সে সরকার কর্তৃক মহা নবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন মুসলিম বিশ্ব কিছুতেই বরদাশত করবে না। মহানবী (সঃ) অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা ফ্রান্স সরকারের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশে ব্যবহৃত ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের আহবান জানান।মানববন্ধনে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা সহ নানা পেশার কয়েক হাজার মুসল্লী অংশগ্রহন করে।