মোঃ আনোয়ার হোসেন (বগুড়া) :

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কুটক্তির প্রতিবাদে সারা দেশের মতো বগুড়া পলিটেকনিকে তীব্র প্রতিবাদ, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এই বিক্ষোভ কর্মসূচীটি আজ( বুধবার) সকাল ১০ টা থেকে শুরু হয়।দ সমাবেশে শিক্ষার্থী বৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ভালোর চারিত্রীক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। অথচ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কুটক্তি করে সারা বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন।আমরা মহানবীকে অবমাননাকারী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করছি। পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি যে. সংসদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কুটক্তির প্রতিবাদ জানানো হোক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে