নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমোণ রোধে মসজিদে তারাবি ও ৫ ওয়াক্ত নামাজে একসঙ্গে সর্বোচ্চ ২০ জন মুসলি­ অংশ নিতে পারবেন।

আজ সোমবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রনালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-
. মসজিদে প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসলি­ অংশগ্রহণ করতে পারবেন।
. তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ অংশগ্রহণ করবেন সর্বোচ্চ ২০ জন মুসলি­।
. জুম’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসলি­গণ অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়া রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দু’আ করার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উলি­খিত নির্দেশনা বাস্তবায়ন করার অনুরোধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে