মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য জুনিয়র। বুধবার (২ সেপ্টেম্বর) এমনটাই দাবি করল ফরাসি সংবাদমাধ্যম।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ইবিজায় পার্টি করতে গিয়েছিলেন নেইমার। তবে কী মহামারীর মধ্যেই পার্টি করার খেসারত দিতে হলো তাঁকে!
জানা যাচ্ছে, নেইমার একাই নন, তার সঙ্গে আরও তিন-চারজন পিএসজির ফুটবলার করোনায় আক্রান্ত। করোনা পজিটিভ হয়েছেন কেলর নাভাসও।
পিএসজি জানিয়েছে, মোট তিনজন করোনায় আক্রান্ত। যদিও নেইমার ও নাভাস ছাড়া কারও নাম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।
এর আগে লিও প্যারাডেস ও অ্যাঞ্জেল ডি মারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে টুইট করে জানিয়েছিল পিএসজি। এই দুজনও নেইমারের সঙ্গে ইবিজায় পার্টিতে মেতেছিলেন বলে খবর প্রকাশ করেছিল ফরাসী মিডিয়া।