কলকাতা প্রতিনিধি:

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক সমিতি “ওয়েবকুপা” আয়োজিত “মমতার সঙ্গে আগামীর বঙ্গে” শিরোনামে রানী রাসমণি অ্যাভিনিউ-এর ওয়াই চ‍্যানেলে গত ১৩ ই জানুয়ারি অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব ।

সমগ্র অনুষ্ঠানটি নাম দেওয়া হয় “মমতার সঙ্গে আগামীর বঙ্গে”। রাজ্য শাসকদলের অনুগামী অধ্যাপকদের এক সংগঠন এটি। মাননীয়া মুখ্যমন্ত্রী সংগঠনের প্রতি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। নানান কলেজের অধ্যাপক অধ্যাপিকারা মুখ্যমন্ত্রীর লেখা কবিতা, গান পরিবেশন করেন।

 

রাজ্য ওয়েবকুপা সভানেত্রী অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ও অন্যান্য সদস‍্যরা সমগ্র অনুষ্ঠানের পাশাপাশি,সরকারের রিপোর্ট কার্ড,স্যানিটাইজার, মাক্স বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি নান্দনিকভাবে পরিবেশিত হয়েছে,সর্বপ্রথমে উপনিষদের স্তোত্র,উদ্বোধনী সঙ্গীত,কবিতা পাঠ,কাব‍্য -গীতি -নৃত্য আলেখ্য” মমতার সঙ্গে আগামীর বঙ্গে” পরিবেশিত হয়। রচনা ও সংকলনে ড. মহীতোষ গায়েন,অধ্যাপক, সিটি কলেজ ও মৌসুমী দাস চাকলাদার, শিক্ষিকা ,নিউ ব‍্যারাকপুর কলোনি গার্লস হাইস্কুল। নির্দেশনা ও পরিচালনায় অধ‍্যাপিকা কৃষ্ণকলি বসু,রাজ‍্য সভাপতি, ওয়েবকুপা,পরিবেশনায় ওয়েবকুপার অধ‍্যাপকবৃন্দ। সঙ্গে মুখাভিনয়,বেলুন ও আতসবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। চার শতাধিকের বেশি অধ‍্যাপক উপস্থিত ছিলেন।পথযাত্রী অসংখ্য মানুষ আবেগ আপ্লুত হয়ে অনুষ্ঠান শোনেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে