মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:

আজ পশ্চিমবঙ্গের ভবানীপুরে হেভিওয়েট উপনির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

এই কেন্দ্রে কংগ্রেস কোনপ্রার্থী না দিলেও পশ্চিমবঙ্গে মৃতপ্রায় সিপিএম প্রার্থী দিয়েছে,তাদের প্রার্থী শ্রীজীব বিশ্বাস, যদিও তার জামানত জব্দ হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ৭.৫৭%,জঙ্গিপুরে১৭.৫১% এবং সামশেরগঞ্জে ১৬.৩২ শতাংশ ।বেআইনি জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনী কিছু কিছু জায়গায় লঠিচার্জ করেছে।কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,”পরাজয় নিশ্চিত জেনে বিজিপি নানান অভিযোগে সরব”।

ভবানীপুরের সাথে সাথে আজ পশ্চিমবঙ্গের মানুষের নজরে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ,এই দুটি কেন্দ্রের উপনির্বাচনে তাদের জয় নিশ্চিত বলে তৃণমূল কংগ্রেস দাবী করছে। নির্বাচন কমিশন ভবানীপুরে ১৪৪ ধারা জারি করেছে।ভবানীপুরের অনেক বুথের সামনে কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে। আকাশের মুখ এখনো ভার,দুর্যোগের কারণে নির্বাচন কমিশন ভোটকর্মীদের জন‍্য রেনকোট দিয়েছে।

ভোটারদের সুরক্ষার জন‍্য প্রতি বুথে ছাউনির ব‍্যবস্থা করেছে,হাইভোল্টেজ এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট করতে ১৫কোম্পানি কেন্দ্রীয় সেনা জওয়ান নিয়োগ করা হয়েছে।

হেভিওয়েট ভবানীপুর সহ মুর্শিদাবাদের জোড়া উপ নির্বাচনে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি WBCUPA বিগত কয়েকদিন ধরে সোস‍্যাল মিডিয়ায় লাগাতার প্রচার চালিয়ে গেছে।WBCUPA-র রাজ‍্য সভাপতি কৃষ্ণকলি বসু জানান,”আমরা গোড়া থেকেই প্রতি নির্বাচনে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি,এই উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বলে তিনি জানান। তিনি বলেন,”মমতার পথ,মুক্তির পথ”; ভবানীপুরের সমস্ত ভোটারদের কাছে আমাদের আবেদন,পশ্চিমবঙ্গের জনকল্যাণকামী উন্নয়নকে সুরক্ষিত করতে লক্ষাধিক ভোটে পশ্চিমবঙ্গের সবার প্রিয় শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে জনস্বার্থে নির্বাচিত করুন”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে