রাজীব দত্ত, কলকাতা মহানগর প্রতিনিধি :
বঙ্গ রাজনীতিতে একের পর এক নতুন ধারার বাতাবরণ যেন নিত্য নতুন খেলা। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন তৃণমূল ঘনিষ্ঠ নেত্রী সোনালী গুহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আবেগ মুখর বার্তা প্রেরণ করেছেন।
সম্প্রতি গত বিধানসভা নির্বাচনে সোনালী দেবী টিকিট না পাওয়ায় গভীর অভিমানে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান। কিন্তু আজ তিনি তার পুরনো দলে ফিরে আসার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগ মুখরিত বার্তা প্রেরণ করেছেন।
তাতে কষ্ট নিয়ে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অনুগত এবং বিগত দিনে তিনি তার আবেগ অভিমানে দল ত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন তবে সেখানে তার মতাদর্শ কোন মিল পাচ্ছেন না, তাই তার পুরনো দলে তিনি ফিরে আসতে চান। ঠিক এমন সময় তৃণমূলের বর্তমান যুব মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তাকে কটাক্ষের একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা খুবই ভাইরাল এর আকার ধারণ করেছে। তবে দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সোনালী দেবীর পুরনো কথা ভুলে আবার তার দলে জায়গা করে দেবেন কিনা?