মন
মিজানুর রহমান
কতই না সুন্দর তুমি,
তবুও কেহ নাহি পাই দৃষ্টি।
কতই না যত্নে গড়েছ তুমি,
কল্পনা ,অনুভবে ,মিষ্টতায় -সৃজনশীলতায়
আজও রয়েছো তুমি।
তোমার নম্রতা, নিমগ্নতা , নিবিষ্টতা,
এত বৈচিত্র্যময় গুণে আজও মুগ্ধ আমি।
তুমি কখনো উত্তাল ,কখনো পাতাল,
কখনো আবার পদ্মের বাহার;
আজও তুমি অস্থির আজও তুমি দ্রুতশীল,
তবু কেন এত তুমি প্রিয়শীল।
তোমার এত মাধুর্য, চাতুর্য, প্রফুল্লতা
বুঝিতে নাহি পারে কেহ!
সবই হবে ভস্ম
হবে বারিধারায় ধৌত,
মিলনে গড়বে জলরাশি
সহায় হবে প্রাণের আদি সৃষ্টি।
একলা ,নির্জনে ,ছন্দে মিলনে
যতই আঁক চাতুর্যের ছবি,
বিধাতার দন্ড
খন্ডাতে নাহি পার তুমি।
তুমি নিষ্ঠুর ,দয়ালু, সহনীয়,
এত অসম বৈচিত্রে বিভাজিত কেন?
প্রিয় তুমি বিরাজমান,
না জানি কোন অন্তরে;
দিবানিশি রচিতেছ
প্রেমময় জীবন।
পেতে হলে করো তুমি
বিনয়ের সাধন।