মন খারাপের দেশে
কলমে – শ্রী রাজীব দত্ত

মন ভালো নেই
ওষুধ জানা নেই,
এ এক অজানা রোগ
প্রতিটা জীবনের অন্তরালে,
মন ভালো নেই সমান্তরালে।
ভালো থাকার অভিনয়ে
মুখে থাকে হাঁসি,
বেদনা শুধুই বানভাসি।
মন খারাপের দুনিয়ায়
সকলে সহ যাত্রী,
একাকী কেটে যায় কালরাত্রি।
জীবনের গতি ধারায়
কেবলই সকলেই অতিষ্ঠ,
ব্যাস্ততা হারিয়েছে অবশিষ্ট।
মন খারাপ পৃথিবীর,
ভারাক্রান্ত আজ সমবেদনা,
ভালো থাকার ওষুধ
সকলের আজও অজানা।
সুস্থ হোক মানসিকতা
সুস্থ হোক জীবন,
একাকীত্ব দূরে সরে যাক
শুরু হোক নতুন আলাপন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে