মনের কথা
শাহরিন সুলতানা
বলতে হবে নাকো কভু
তুমি নিশ্চুপ শুনি আমি তবু
তোমার যত আবদার আশা নিরাশা।
তুমি হাসো পুষ্প দেখি সে তো ইঙ্গিত
ছিড়বেনা জানি আমি,শুধু আলাপ তার সহিত
শত অভিমানে পোষো ভালোবাসা।
নিস্তব্ধতা তোমার হতাশা কভু প্রশ্ন মনের
অভিমান তোমার না পাওয়া কিছু এ জীবনের
হাসি তোমার উল্লাসের ভাষা।