অনুকূল বিশ্বাস,মালদহ জেলা প্রতিনিধি:

৩০শে সেপ্টেম্বর, ২০২১, বৃহস্পতিবার,
কোলকাতার চন্দ্রপুর মনন ফর লিটারেচর ও মনন পাবলিকেশনের উদ্যোগে মালদহ জেলায় এক বস্ত্র বিতরণ ও মধ্যাহৃ ভোজনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সেখানে উপস্থিত গুণীজনেরা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে ওই মহানুভবকে শ্রদ্ধা জানান।এই মাল্যদানে এক অভিনবত্ব ছিল।স্থানীয় ছোটো ছোটো আদিবাসী শিশুরা পুকুর থেকে শাপলা তুলে শাপলা ফুলের মালা গেঁথে এনেছিল।সর্বপ্রথমে কবি আরণ্যক বসু সেই শাপলা ফুলের মালা বিদ্যাসাগরের গলায় পরিয়ে শ্রদ্ধা জানান।

মালদহ জেলার পুরাতন মালদহ ব্লকের মীনাপাড়া,কুরকুডুবু, মহিষবাথান পাঁচপুকুর,সুখানদিঘী,বাসুদেবপুর, ও সোনাঝুরি গ্রামের ষাটোর্ধ্ব একশ পচাত্তরটি আদিবাসী পরিবারকে নতুন শাড়ি দেওয়া হয়।সেই সঙ্গে তাঁদের মধ্যাহৃ ভোজনের ব্যবস্থা করা হয়।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী স্নেহাশীষ চক্রবর্তী ,খ্যাতনামা কবি ও নাট্যকার শ্রী আরণ্যক বসু, বিশিষ্ট কবি ও সমাজসেবী শ্রীমতী বৈশাখী চ্যাটার্জী মৈত্র,স্কলার স্নিগ্ধা চক্রবর্তী,সমাজসেবী শিখা দে ও সমাজসেবী শুভজিৎ সরকার।মালদা থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি পার্থ বসু,গল্পকার অরিন্দম ঘোষ,শিক্ষক ও গল্পকার অনুকূল বিশ্বাস ,অধ্যাপক ডেভিড দাস,শিক্ষক পার্থ সারথি ঘোষ, শিক্ষক অনিমেষ ব্যানার্জী, শিক্ষক প্রিয়ব্রত মন্ডল,শিক্ষক ও কবি পার্থ ঘোষ,সমাজসেবী চঞ্চল মন্ডল,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শ্রী ধ্রুব চ্যাটার্জী সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্নেহাশীষ চক্রবর্তী ,আরণ্যক বসু সহ অন্যান্যরা।আদিবাসী মেয়েরা গানের তালে তালে অসাধারণ আদিবাসী নৃত্য পরিবেশন করে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।কোলকাতার মনন সাহিত্য পরিবার মালদায় এসে এমন সামাজিক কল্যাণকর কাজের জন্য এলাকাবাসী তাঁদের ধন্যবাদ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে