♦ মদন মামা ♦

শ্যামল বণিক অঞ্জন

উল্টো ধাঁচে চলেন ফিরেন
আমার মদন মামা,
শীতে থাকেন উদাম গায়ে
গ্রীস্মে পড়েন জামা!
শীতকালে তাঁর ছাতা সাথী
গ্রীস্মে ছাড়েন ছাতা,
দাড়ি গোঁফে মুখটা ভরা
ন্যাড়া রাখেন মাথা!
মামা আমার সারা বছর
দেয় না পায়ে জুতা,
এসব কাজের পক্ষে মামা
যুক্তি দেখান ভোঁতা!
শরীরে সে দেয় না সাবান
শুধু ঘষেন মুখে,
মাথার উপর চশমা রাখেন
কম দেখেন সে চোখে!
মাছ মাংস খায় না মামা
খান শুধু সেই ঝোল,
এক বেলা ভাত আর দুই বেলা
চিড়া মুড়ি ঘোল!।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে