রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মতিহার থানা পুলিশ এক নারীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে।
সে যে ঠিকানা দিয়েছিল তা সঠিন নয় বিধায় তাকে শাহমুখদুম থানা কম্পাউন্ড ভবনের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সঠিক সন্ধান দাতা পরিচয় নিশ্চিত করে তাকে নিয়ে যেতে পারবেন।
আরএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার বাম শিখড় এলাকা হতে আজ ১০ মার্চ ২০২১ রাত্রী ০১.০৫ টায় এক মধ্য বয়সী নারীকে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তি মতিহার থানা পুলিশকে খবর দেয়। মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে নাম ঠিকানা মোসাঃ মেহেজাবিন (৪৫), পিতা-মোঃ সাগর আহম্মেদ, সাং-পাহাড়পুর সিমনা, থানা-কুতুবদিয়া, জেলা-ঝিনাইদহ বলে জানায়। উক্ত ঠিকানায় যোগাযোগ করা হলে সেই ঠিকানাটি সঠিক নাই বলে জানা যায়। উপরোক্ত ভিকটিমের পরিবারের সন্ধান অব্যহত রয়েছে।
পুলিশের পক্ষে আরও বলা হয়, এই মহিলাকে কেউ যদি চিনে বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে শাহমখদুম থানা, ভিকটিম সার্পোট সেন্টার, আরএমপি, রাজশাহী মোবাইল-০১৩২০-০৬১৭৩৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।