মঙ্গোলিয়ায় সপ্তাহান্তে প্রচন্ড ধূলি ও তুষার ঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় জরুরি সংস্থা (এনইএমএ) সোমবার একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

এনইএমএ জানায়, এ ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৫৪৮ জনের মধ্যে মোট ৪৬৭ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় ডান্ডগোভি প্রদেশে দুর্ভাগ্যজনকভাবে পাঁচজনের এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্খানগাই প্রদেশে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

জরুরি সংস্থা জানায়, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঝড়ের আঘাতে মঙ্গোলিয়ার বিভিন্ন প্রদেশে বিশেষকরে ডান্ডগভি প্রদেশে বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে