রিমা সামন্ত, বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:

মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে আসবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জোর কদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।

তাই অনুকূল আশ্রমের কাছে হেলিপ্যাড তৈরীর কাজ খতিয়ে দেখছে পুলিশ। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ ই আগস্ট মঙ্গলবার  কুশপাতার ১৭ নম্বর ওয়ার্ডের অনুকূল আশ্রম
সংলগ্ন বঙ্গবাসী ক্লাবের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে বলে প্রশাসন সূত্রে খবর। তাই মাঠ পরিদর্শনে রয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইতিপূর্বে ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে গিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্য মন্ত্রীরা। ঘাটাল বাসীর দুর্দশা দেখে এই বন্যাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন সুব্রত বাবু।

এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে কী পদক্ষেপ নেন সেই দিকেই তাকিয়ে আছে গোটা ঘাটালবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে