মোঃ এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির প্রবল স্রোতে পৌরসভার শোলাকুড়া এলাকার ১৩ টি বাড়ি সম্পূর্ণ এবং ৫টি বাড়ি আংশিক বিলীন হয়ে গেছে।

নদীর পানি কমলেও ভাঙ্গনের তীব্রতা বেড়েছে, আতংকে মানুষ বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। আত্রাই নদীর সিংড়া পয়েন্টে বৃহস্পতিবার বিপদসীমার ১১১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার তা কমে ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়।

আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ হাজার জিও ব্যাগ দিয়ে বালি ফেলানো হচ্ছে। উপজেলার কতিপয় কিছু সন্ত্রাসী নদীতে অবৈধ সোঁতিজাল দিয়ে পানির স্বাভাবিক চলাচল ব্যাহত করায় এ অবস্থা হয়েছে। অবৈধ সোঁতি উচ্ছেদে ও নিয়মিত মামলা দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসন কাজ শুরু করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে