নিজস্ব প্রতিবেদক, কলকাতা :
দীর্ঘ ১৫দিন ধরে করোনার সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন কলকাতার সিটি কলেজের জুওলজির স্বনামধন্য অধ্যাপক সদালাপী, মিষ্টভাষী ড.কোরক কান্তি চাকি। তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরকার আশ্রিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার কলকাতা জেলা কমিটি সভাপতি ছিলেন। গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকুরিয়ার আমরি হসপিটালে তার মৃত্যু হয়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বৎসর।
সর্বজন শ্রদ্ধেয়, দলমত নির্বিশেষে জনপ্রিয় এই অধ্যাপক গত ২০মে কোভিড পসেটিভ হয় ভর্তি হন ল্যান্সডাউন নার্সিংহোমে,তখন তার অক্সিজেনের মাত্রা ছিল ৯৭%,২৩ তারিখ পর্যন্তও তিনি অনেকখানি সুস্থ ছিলেন, আস্তে আস্তে তার অবস্থার অবনতি হতে থাকে। ২৭তারিখ থেকে তিনি সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টে ছিলেন।অবস্থার ক্রমশ আরো অবনমন ঘটতে থাকে,ঐ দিন সকাল ১১টায় অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে বাইপ্যপ দেওয়া হয়, অবস্থার আরো অবনতি ঘটলে ৪ জুন রাত ৯টায় তাকে ঢাকুরিয়ার আমরি হসপিটালে কোভিড বিশারদ নামে পরিচিত ডাক্তার শ্বাশ্বতী সিনহার তত্ত্বাবধানে আই সি ইউ-তে ভর্তি করা হয়।গতকাল সকাল ৮টা ৪৬ মিনিটে তার ব্লাডপ্রেসার ৪০/৩০এ নেমে যায়,সাথে সাথে মাল্টিঅর্গান ফেলিওর,কোন ওষুধই রেসপন্স করছিল না,তবে সবাইকে চিনতে পারছিলেন, চিকিৎসকরা শেষ চেষ্টা চালাতে থাকলেও দুপুর ১টা ২২মিনিটে তার কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়,মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে রাত ১১টা ৩৮ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি রেখে গেলেন অধ্যাপিকা স্ত্রী,কন্যা,জামাতা,অবিবাহিত ছোট কন্যা ও হাজার হাজার গুণমুগ্ধ ছাত্রছাত্রী,অধ্যাপকদের। প্রসঙ্গত উল্লেখ্য তার স্ত্রী ও ছোট কন্যাও কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হচ্ছিলেন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক মহলে এবং ওয়েবকুপা মহলে তীব্র শোকের ছায়া নেমে আসে। সদালাপী,মিষ্টভাষী এই অধ্যাপক ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এই বিশিষ্ট শিক্ষাবিদ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, আনন্দমোহন কলেজ ও বিদ্যানগর কলেজের গভর্নিংবডির প্রেসিডেন্ট ছিলেন।
তার এই আকস্মিক প্রয়াণে সিটি কলেজ তার সংগঠন হারালো এক জনপ্রিয়, ছাত্রদরদি,কলেজ ও অধ্যাপক দরদি বিশিষ্ট সংস্কৃতিমান,মানবদরদী অধ্যাপককে। মৃত্যুর খবর পেতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপার অধ্যাপক মহলেও নেমে আসে তীব্র শোকের ছায়া।ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপিকা কৃষ্ণকলি বসু এবং সিটি কলেজের সমস্ত অধ্যাপক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ওয়েবকুপার কলকাতা সেন্ট্রাল কমিটির জয়েন্ট কোঅর্ডিনেটর তথা ওয়েবকুপা সিটি কলেজ ইউনিটের কনভেনার অধ্যাপক মহীতোষ গায়েন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন-তার মৃত্যুতে কলেজ ও অধ্যাপক সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো।