ভয়ংকর অপেক্ষা
মহীতোষ গায়েন

কে ধান লাগাবে ও কে ধান কাটবে
আর কে ঘরে ঘরে তুলবে?এই প্রশ্ন
জিজ্ঞাসা করার পর এক গণৎকার,
গোয়েন্দার সব হিসেব ভেস্তে গেল।

এক শিক্ষক অঙ্ক করাতে করাতে
চিৎকার দিয়ে বললেন…কিছু সূত্র
সংশোধন করতে হবে,অঙ্কের মালিক
হাসলো,চারিদিকে ফুল,সব অন্ধকার।

অন্ধকারে আলো নিয়ে এক কবি এসে
খাতা পেন নিয়ে বসে পড়লেন,এরপর
এক পাগল এসে প্রলয় হাসি হাসলেন…
গণৎকার বললেন,শনির দশা,রাহু সক্রিয়।

এক স্বর্ণকার এসে বললেন,সোনা না রূপা
সেটা আগে ঠিক করুন,তারপর গণনা হবে
গণৎকার ভয়ংকর রেগে সব কিছু ভণ্ডুল
পাকানোর ইঙ্গিত দিলেন,কুশিলব অপেক্ষায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে