ভ্রাম্যমাণ দৃষ্টি
মিজানুর রহমান
চলছে ভ্রাম্যযান চলছে দৃষ্টি,
সুন্দর কত এ জগৎ,
জগৎ মাঝে কতইনা অনুজগৎ,
দৃষ্টি নাহি সেই রূপে।
অনুকূল প্রতিকূল সবই রয়েছে, কত সুন্দর সাজে,
তবু কেন আমরা প্রতিকূল নিয়ে, এত সোচ্চার দৃষ্টিবান।
কিশোর খেলায় দৃষ্টি চাহে
কত সুন্দরই না এ প্রতিদান,
যেতে নাহি পারি ফিরে
আবার সেই দৃষ্টিবান ।
ভ্রাম্য জীবন ভ্রাম্য দৃষ্টি,
নাহি পারি ফেরাতে,
মনে হয় যদি চলে যায়
একি ফিরে পায় নতুন প্রতিদান।
প্রকৃতির কি অপরূপ খেলা!
এক প্রজ্বলিত হৃদয়ের দ্যূতি,
আর এক হৃদয়কে প্রজ্বলিত করতে,
উদগ্রীব হয়ে উঠে বিদ্যালয়ের গণ্ডির মধ্যে,
যার ফলশ্রুতিতে মানবজাতি
আজ শ্রেষ্ঠত্বের ধারায় বিদ্যমান।
এত নিখুঁত, এত সুনিপুণ
দৃষ্টির কি মহিমা!
যেন সেই তালে ,ছন্দে ,বর্ণে
দিগন্তের অনুপ্রেরণায়।
Thank you sir must be good
Thank you