ভ্রমান্ধ সময়ের গল্প
মহীতোষ গায়েন
বহু রাত কেটে গেছে নির্জন একাকী,
ভ্রমান্ধ সময়ের শরাঘাতে ক্ষতবিক্ষত
অর্বাচীন হৃদয়।
খোলা আকাশের নীচে নির্জন নিরালায়
অবাক বিস্ময়ে অসহায় মানুষের
কান্না শুনতে পাই।
একদল মানুষ চলে যাচ্ছে তীব্র অভিমানে
খেলাঘরে বেসুরো সানাই:
একদল মানুষ ফিরে আসছে উল্লাসে-
উজান গাঙে বাণপ্রস্থের ছায়া।
বিক্ষত ভালোবাসায় আশাবরী সূর্য ওঠে
ছায়া মানুষেরা ফিরে যায় নির্জনে…
পাঁকুড় গাছের ডালে পেঁচা ডাকে,
শ্রাবণের শেষ রাতে পূর্ণিমার চাঁদ স্বস্তি পায়।