Dhaka ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাক্সিন পেতে ৫টি প্রতিষ্ঠানের সাথে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ১৪০ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমানে করোনা ভাইরাসে ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পরীক্ষা চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে অন্তত ৫টির সাথে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন সঠিক সময়ে পেতে চাই।’

আজ বৃধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে কোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরণের নির্দেশনা রয়েছে।’

করোনায় সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাপি মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি কি করনীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক কর্ণেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকিরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নতুন চিকিৎসা সুবিধাদি বৃদ্ধি করতে ২৩টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ভ্যাক্সিন পেতে ৫টি প্রতিষ্ঠানের সাথে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

Update Time : ১২:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমানে করোনা ভাইরাসে ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পরীক্ষা চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে অন্তত ৫টির সাথে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন সঠিক সময়ে পেতে চাই।’

আজ বৃধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে কোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব ধরণের নির্দেশনা রয়েছে।’

করোনায় সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাপি মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি কি করনীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক কর্ণেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকিরসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নতুন চিকিৎসা সুবিধাদি বৃদ্ধি করতে ২৩টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।