ভোটরঙ্গ
মহীতোষ গায়েন
চারিদিকে দেখি রব উঠেছে সেলব
সেলব সেলিব্রিটি,
তাদের নাচন কোদন দেখে সবাই
হাসছে মিটিমিটি।
টলিপাড়ার কুশিলবরা সব টিকিট
পেতে মরিয়া,
বুদ্ধিজীবী গাছের ফুল এবার কি
যাবে ঝরিয়া।
সারা বছর খেটেখুটে বাড়ায় যারা
নিজের দল,
তারাই এবার ব্রাত্য ভোটে,একি
দলের গ্যাঁড়াকল।
প্রশ্ন হলো মিডিয়া-তৈরী সেলিব্রিটি
খায় না মাথায় মাখে,
আসল যারা বুদ্ধিজীবী বুকের মধ্যে
ব্যথা আঁকে।
আয় ভোট-বৃষ্টি ঝেঁপে টিকিট
নেবো মেপে,
টিকিটের আগায় পোকা,খায়
আমজনতা ধোঁকা!