ভূতের বাড়ি
———– শাহারুল ইসলাম সুজন

কেউ কি আছো? আমায় নিয়ে ভূতের বাড়ি চলো,
না নিলেও একটুখানি সেই ইতিহাস বলো।
ভূত মানে কি ভয়ের কারণ? কোথায় থাকে তারা?
শুনেছি আমি ভূত হবে গেলে খারাপ মানুষ মারা।

চোখ দু’টো তার বড়ো-বড়ো পা ছাপানো চুল,
উঠলে মনে এসব কথা সব হয়ে যায় ভুল।
হাসে নাকি হো-হো করে বের করে কালো দাত,
সবার পিছে লেগে থাকে আসলে আধার রাত।

লম্বা দেহে সাদা কাপড় কৃষ্ণ বরণ দেহ,
নখর এ কি আচড় মারে বলতে পারো কেহ?
সত্যই কি ভাই ভূতের বাড়ি আছে ঝোপ বাগানে?
মাঝে মাঝে ভীমের আওয়াজ বাজে আমার কানে।

বুঝছি এবার মনের দোষে এসব কিছুই ঘটে,
আজগুবি সব মিথ্যা কথা এই সমাজে রটে।
যে যাই বলো ভূতের কথা সত্য নাহি মানি,
ভূত বলে যে নেই কিছু আর সেটা আমি জানি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে