ভুলতে পারিনি
কলমে – শ্রী রাজীব দত্ত
গোধূলির সন্ধ্যায়
ধূসর রঙের বিকেল বেলায়,
যাচ্ছি আমি দূরে কোথাও
হটাৎ দেখা, রেল ষ্টেশনে,
সেদিনও তুমি আগের মত
লাল শাড়ি, চোখে কাজল,
কপালে ছোট্ট একটা টিপ,
পরিবর্তন সেই কপালেই,
এক চিলতে সিঁদুর রাঙানো,
মাঝে মাঝে আর চোখে
সেই এক ঝলক তাকানো।
একই কামরায় যাত্রা শুরু,
আমি একা সেই কামরায়,
তোমার সাথে পরিবার।
জানিনা তুমিও ভাবছো কিনা
ফেলে আসা অতীত গুলো,
যা আজ স্মৃতির ধুলো।
তুমিও দেখছো আমায়
অনেক সময় আড়চোখে,
কিছু হয়তো বলতে চাও,
তবুও উপায় নেই,
অতীত কে সর্বদা ফিরে পেতে নেই।
আজও তোমার খেয়াল রাখে কেউ
শুধু মানুষ টা গেছে বদলে,
ভালোবাসা হার মেনেছে সময়ের স্রোতে।
এভাবেই কেটে গেলো বেশকিছু সময় ,
সামনে আসলো তোমার স্টেশন,
সবাই নেমে যাওয়ার পরও তুমি নামওনি,
তোমার চোখ দুটো লাল,
একবারই বলেছিলে ‘ভালো আছো?’
আমি উত্তর দিতে পারিনি।
মনে মনে বলছি শুধু
‘ ভুলতে পারিনি , তোমায় ভুলতে পারিনি ‘।