মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক, পশ্চিমবঙ্গ:
গত ২১/৭ তারিখে বিকেল ৫টা ১০ এর বনগাঁ স্টাফ স্পেশাল দমদম জংশনে এসে দাঁড়ায় ।সংক্রমণ প্রতিরোধে একদিকে চলছে অদম্য প্রয়াস,আর অন্যদিকে ঈদের ছুটির মধ্যেও দেখা গেল শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনের মধ্যে হুড়োহুড়ি করে ওঠা ট্রেনযাত্রী। কারো কোন হেলদোল নেই।অধিকাংশ যাত্রী মাস্কহীন।একজনের পাশে একজন দাঁড়ানোর ব্যবধান
৬ ফুট দূরত্ব বজায় রাখলে সংক্ষমণ থেকে বাঁচার
সম্ভাবনা থাকে,এই তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে
গাদাগাদি করে একজনের নিশ্বাস অন্যের ঘাড়ে ফেলে এ যেন করোনা সংক্রমণকে ডেকে আনার
গভীর আকুতি,মহোৎসব।
রেলে কর্তৃপক্ষ এইভাবে যদি দীর্ঘ সময়ের ব্যবধানে ট্রেন চালাতে থাকে উত্তর ২৪পরগনার ও কলকাতায় সংক্রমণের হার আরো বাড়বে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন।এই ঘটনা আমজনতার মনে গভীর উদ্বেগের কারণ হয়ে দেখা দিচ্ছে।প্রশাসন ও রেলকর্তারা এ বিষয়ে যথোচিত ব্যবস্থা না নিলে আমজনতার সমূহ সর্বনাশ।