ভালোবাসা আসে নির্জনে
মহীতোষ গায়েন

গাঙফড়িং,একমুঠো ঘাস,এক বুক আশা…
যা পাওয়ার তা কাম‍্য ছিল,ছোট্ট ভালোবাসা,
ছেলেটি ফেলে আসা নন্দন স্মৃতিপটে আঁকে
নির্জনে মরমী চাঁদ হাসে ক্লান্ত গাছের ফাঁকে।

রাত শেষ হয়,লজ্জা ভাসে ফুল পাতা ঘাসে
হারিয়ে যাওয়ার আগে মেঘবালিকা আসে,
এখানে অনন্ত সুখ,এখানে সুখের বৃষ্টি হয়…
ভালোবাসা অসুখ সারায়,দেয় কাঙ্ক্ষিত জয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে