ভালোবাসার পূজা
শ্রী রাজীব দত্ত
বহুদিন পর আজ আবার দেখা…
মাঝে কেটে গেছে ষোলো সতেরোটা বছর,
যদিও এক পলকে একটু দেখা।
তাতে কি?
ওই এক ঝলকেই দুচোখ ভরে,
দেখেছি তাকে।
মনে মনে, আর গুঞ্জনে,
একতরফা ভালোবাসার কথা,
আবার জানিয়েছি তোমাকে।
সে কথা তুমি শুনতে পাওনি,
যদিও একটা সময়!
সেই কথাগুলো তুমি শুনতেও চাও নি।
তাই কোনদিনই আর বলা হয়নি।
যে, তোমাকে ভালোবাসি।
শুধু স্মৃতির ক্যানভাসে ভিড় করে এসেছিল,
পুরোনো স্মৃতি আর পুরোনো ভালোবাসা।
সেই এক দৃষ্টি, ঠোঁটের কোণে লাজুক হাসি।
তবুও আজও সাহস হয়নি,
তোমাকে ডেকে বলি আজও ভালোবাসি।
তফাৎ শুধু এখানেই…
আজ তোমার সাথে সাথে,
তোমার শাঁখা, পলা, আর সিঁদুরের দেখা।
আর অন্য প্রান্তে আজও আমি একা।
মন খারাপ শেষেও বহুরূপীর সাজে সাজা,
এত ভালোবেসেও…
পাওয়া হয়নি ভালোবাসার পূজা।