Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখের বেশি যা বিশ্ব রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ১২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখ এক হাজার ৯৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

দেশটিতে মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৫২৩ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ১১ হাজার ৮৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৯১৯ জন।

ভারতে মোট শনাক্ত এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গতকাল টানা নবম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি ছিল। আজ তা ছাড়িয়ে হলো চার লাখ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অতীতের রেকর্ড ভেঙে গতকাল দেশটিতে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়। আজ সেই রেকর্ড ভেঙে শনাক্তের নতুন রেকর্ড হলো।

ভারতে এখন পর্যন্ত সাড়ে ১৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১৯ লাখ ৪৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৩৮৫টি নমুনা।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ সাত হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩২ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি নয় লাখ ৮৪ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৭৬ হাজার ২১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৭৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখের বেশি যা বিশ্ব রেকর্ড

Update Time : ১২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখ এক হাজার ৯৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

দেশটিতে মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৫২৩ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ১১ হাজার ৮৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৯১৯ জন।

ভারতে মোট শনাক্ত এক কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গতকাল টানা নবম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি ছিল। আজ তা ছাড়িয়ে হলো চার লাখ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অতীতের রেকর্ড ভেঙে গতকাল দেশটিতে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়। আজ সেই রেকর্ড ভেঙে শনাক্তের নতুন রেকর্ড হলো।

ভারতে এখন পর্যন্ত সাড়ে ১৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১৯ লাখ ৪৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৩৮৫টি নমুনা।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ সাত হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩২ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি নয় লাখ ৮৪ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৭৬ হাজার ২১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৭৮ জন।