ভারতের তামিল নাড়ুর কুদ্দালুর শহরের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারখানাটির মালিকও রয়েছেন।

শুক্রবার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের সবাই কারখানাটির শ্রমিক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে কারণে ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।হতাহতদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছেআশপাশ। ঘটনাস্থলে পরিদর্শনে আসা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই ছুটে এসেছেন দমকল কর্মীরা। বেশ কয়েকজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তবে আতশবাজির কারখানায় কেন বিস্ফোরণ ঘটলো তার কারণ জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনা এড়াতে কারখানার আশপাশ থেকে সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে