বিনোদন ডেস্ক:

বর্ষীয়ান সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ শুক্রবার সকালে দক্ষিণ মুম্বাইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত পরিচালক।

তিনি ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘দ্রোহ কাল অর জুনুন’ সহ একাধিক জনপ্রিয় সিনেমাতে সঙ্গীত পরিচালনা করেছেন। শুধু সিনেমাতেই নয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম প্রথম সারির কম্পোজার ছিলেন তিনি। টেলিজগতের একাধিক শোতেও সঙ্গীত পরিচালনা করেছেন বনরাজ ভাটিয়া।

মায়ানগরী মুম্বাইতেই জন্ম বনরাজের। শুরুর দিকে বিজ্ঞাপনের জন্য সঙ্গীত পরিচালনা করতেন তিনি। প্রায় ৭০০০ বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করেছেন এই তারকা। ভারতীয় চলচ্চিত্রের নতুন ওয়েভের অন্যতম খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগালের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্যই পরিচিত ছিলেন বনরাজ ভাটিয়া।

জানা যায়, বয়সকালে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। অবিবাহিত এ সঙ্গীত পরিচালক একাই থাকতেন মুম্বাইয়ের বাড়িতে। আর্থিক সঙ্কট মেটাতে নিজের বাড়ির আসবাবপত্রও বিক্রি করতে হয়েছিল তাকে। বয়সকালে শারীরিক অসুস্থতা ক্রমশই প্রকট হয়ে ওঠে তার। অবশেষে আজ প্রয়াত হলেন বিশিষ্ট এই সঙ্গীত পরিচালক।

বনরাজ ভাটিয়া তামাসের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১২ সালে পদ্মশ্রী সম্মানেও তাঁকে ভূষিত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে