নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় ক্রিকেট দলেল প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সে কারণে আজহারউদ্দিনকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় অধিনায়ককে ২০১৯ এর সেপ্টেম্বরে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি করা হয়েছিল। অ্যাপেক্স কাউন্সিল আজহারউদ্দিনকে একটি নোটিশ দিয়েছে,
সেই অনুযায়ী তার সদস্যপদও বাতিল করা হয়েছে।
শীর্ষ পরিষদ জানিয়েছে, এই সাসপেন্ডের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।প্রসঙ্গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বরে আজহারকে এইচসিএ (হায়দ্রাবাদক্রিকেট এসোসিয়েশন)-এর সভাপতি নির্বাচিত হন।
কাউন্সিল এই মর্মে ২৫মে শোকজ নোটিশে জানিয়েছে যে- “এই অভিযোগের সত্যতা প্রকাশ্যে না আসা পর্যন্ত আপাতত আপনাকে সংস্থার সভাপতি পদ থেকে সাসপেন্ড করা হল। সদস্যপদও খারিজ করা হচ্ছে”।
জানা গিয়েছে,হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি হিসেবে প্রাক্তন তারকার বেশ কিছু সিদ্ধান্তে বোর্ডের সদস্যরা অখুশি ছিলেন। বোর্ডের কোনো পরামর্শ ছাড়াই নিজের মত করে তিনি সংস্থা চালাতেন বলে অভিযোগ। দুবাই-এ একটি ব্যক্তিগত মালিকানাধীন ক্রিকেট দলের মেন্টরও তিনি। সেই ক্লাব আবার আমিরশাহিতে টি২০ লিগে অংশগ্রহণ করে। সেই ক্লাবকে স্বীকৃতি দিতে নারাজ বিসিসিআই। এই অবস্থায় বোর্ডের এক সংস্থার সভাপতি হিসাবে তিনি কীভাবে সেই ক্লাবের মেন্টরশিপ চালিয়ে যাচ্ছেন, তা নিয়েও গুরুতর অভিযোগ ওঠে। যা নিয়ম লঙ্ঘন হয়েছে বলেই মনে করছে হায়দ্রাবাদ ক্রিকেট এসোসিয়েশন।