বিনোদন ডেস্ক:

ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। আজ বুধবার (১৬ই ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতের সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

হাসপাতালের পরিচালক ডা. দীপক নামযোশী বার্তা সংস্থা পিটিআইকে জানান, ‘এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লাহিড়ী, যাকে সোমবার ছাড়পত্র দেয়া হয়েছিল, তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের পক্ষ থেকে বাসায় ডাক্তার ডাকা হয়। পরে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়’। তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল বলেও জানান চিকিৎসক দীপক নামযোশী।

এদিকে, বিষাদের সুর বইছে ভারতীয় সঙ্গীত মহলে। লতা মুঙ্গেশকরের পর মঙ্গলবার রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। সন্ধ্যার একদিন পরেই চলে গেলেন বাপ্পী লাহিড়ী।

পুরো নাম অলোকেশ লাহিড়ী হলেও বাপ্পী লাহিড়ী নামেই পরিচিত তিনি। ১৯৫২ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তাঁর জন্ম। বলিউডের ছবিতে রক গানের ধারা জনপ্রিয় করে তুলতে যাদের ভূমিকা প্রবল, বাপ্পী লাহিড়ী তাদের অন্যতম।

শৈশবেই সঙ্গীতের সাথে পরিচয় ঘটে বাপ্পী লাহিড়ীর। মাত্র ৩ বছর বয়সে তবলা বাজানোর মধ্য দিয়ে প্রতিভার জানান দেন। বাবা অপরেশ লাহিড়ী ছিলেন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক এবং মা বাঁসরি লাহিড়ী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী।

১৯৭২ সালে মাত্র ১৯ বছর বয়সে ‘দাদু’ ছবির মধ্য দিয়ে বলিউডে সঙ্গীত শিল্পী হিসেবে অভিষেক হয় বাপ্পী লাহিড়ীর। পরের বছর ‘নানহা শিকারি’র মাধ্যমে যাত্রা শুরু করেন সঙ্গীত পরিচালক হিসেবে। ১৯৭৫ সালে ‘জখমী’ ছবিতে সঙ্গীত পরিচালক ও শিল্পীর দ্বৈত ভূমিকায় নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন নানা সম্মাননা।

হিন্দি ও বাংলা ছাড়াও তেলেগু, কান্নাডা ভাষার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পী লাহিড়ী। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন সিনেমাতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে