মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক, পশ্চিমবঙ্গ:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধের মেয়াদ আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে করোনা বিধিনিষেধ জারি থাকবে। তবে রাত্রীকালীন বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হল। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইটকার্ফু থাকবে রাজ্যে। সাধারণ মানুষের জীবিকার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম, সুইমিং পুল।

নবান্নের সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে ৫০শতাংশ টিকাকরণ শেষ হলে তবেই লোকাল ট্রেন চালু করা হবে। আপাতত স্টাফ স্পেশালেই যাতায়াত করতে হবে সাধারণ যাত্রীদের। তার বক্তব্য, মানুষের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। করোনা পরিসংখ্যান নিয়ে মিডিয়ার দেওয়া বেশকিছু ভুয়ো তথ্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন প্রায় ৪৭ হাজার টেষ্ট হচ্ছে। টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৩২ লাখ টিকা দেওয়া হয়েছে রাজ্য। অথচ টিকা পর্যাপ্ত পরিমাণে আসছে না।  তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে সতর্কতা বজায় রাখতে হবে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনা রুখতে মে মাস থেকে রাজ্যে দফায় দফায় বিধিনিষেধ জারি করেছে সরকার। সাধারণ মানুষ লোকাল ট্রেন চালু করার অনুরোধ করলেও তা এখনই সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী মমতা জানান, টিকার অভাবে রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে দৈনিক টিকাকরণের মাত্রা বাড়ানো যাচ্ছে না। প্রতিদিন এখনও প্রায় ৬০০ জন করে আক্রান্ত হচ্ছে রাজ্যে। এই সংখ্যাও দ্রুত কমিয়ে ফেলতে হবে। লোকাল ট্রেন ছাড়াও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, অটো পর্যাপ্ত পরিমাণে চালু করা হয়েছে। ধাপে ধাপ বেড়েছে মেট্রোর সংখ্যাও। ৫০ শতাংশ যাত্রী নিয়ে জলপথেও পরিবহন স্বাভাবিক করা হয়েছে। তবে লোকাল ট্রেনে যাতায়াত করেন অসংখ্য মানুষ। সতর্কতা বজায় রাখতে এখনই চালু করা যাচ্ছে না ট্রেন পরিষেবা।

এদিন ৫০ শতাংশ লোক নিয়ে অডিটোরিয়াম ও সুইমিং পুল খোলায় ছাড়পত্র দেওয়া হয় নবান্নের তরফে। আগস্টের শুরু থেকেই রাজ্যে সিনেমা হলগুলি খুলে দেওয়ার অনুমোদন মিলে ছিল। ৫০ শতাংশ দর্শক সিনেমা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানালেন, থিয়েটারও খোলা হোক কোভিড বিধি মেনে। তবে স্কুল-কলেজ খোলা নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাননি মুখ্যমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে