আন্তর্জাতিক ডেস্ক:

 ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোটগ্রহণ চলছে। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।

এই দফায় ৩৪ আসনের ভোট নেওয়া হচ্ছে। এই দফায় চারজন মন্ত্রী ও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

এদিকে, পশ্চিমবঙ্গে প্রতি চারজনে একজন করোনা আক্রান্ত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এই দফায় ৩৬ আসনের ভোট গ্রহণের কথা ছিল। তবে, করোনায় প্রার্থীর মৃত্যুর কারণে দুইটি আসনে ভোট স্থগিত করা হয়।

নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে ৮ হাজার পুলিশ সদস্য। এর মধ্য দিয়ে ২৯৪ আসনের বিধানসভার ২৫৭ আসনের ভোট গ্রহণ শেষ হবে। ২৯শে এপ্রিল শেষ দফায় বাকি আসনে ভোট নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে