আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যলয়ের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে পথচারী নারীর মৃত্যু হয়েছে। পরে আত্মহত্যা করেন হামলাকারী পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যগুলো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ই জুন) দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারী পুলিশ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে নিরাপত্তা রক্ষী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যগুলো জানিয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান। এতে একটি এক মোটরসাইকেল চালকের ও আরোহী ওই নারীর গায়ে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। পরে নিজে আত্মহত্যা করেন হামলাকারী। পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটে ঘটে।