আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে ৯ জন। দগ্ধ হয়েছে ১৯ জন।
আজ (শনিবার) প্রদেশটির হাপুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
রাসায়নিক কারখানাটির ভেতর এখনও বেশকিছু শ্রমিক আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কারখানাটিতে বয়লার ফেটে এ দুর্ঘটনা ঘটে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাসায়নিক কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরণের সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।