আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে ৯ জন। দগ্ধ হয়েছে ১৯ জন।

আজ (শনিবার) প্রদেশটির হাপুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

রাসায়নিক কারখানাটির ভেতর এখনও বেশকিছু শ্রমিক আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লি­ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কারখানাটিতে বয়লার ফেটে এ দুর্ঘটনা ঘটে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাসায়নিক কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরণের সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে