আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)।
করোনাভাইরাসের মধ্যে সেখানকার আয়োজন খতিয়ে দেখতেই মরুর দেশে রওনা হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেখানে ছয়দিন কোয়ারেন্টাইনে থাকবেন ভারতের সাবেক সফল অধিনায়ক।
গতকাল বুধবার সকালে যাত্রা শুরু করেন গাঙ্গুলি। কলকাতা থেকে আহমেদাবাদ হয়ে দুবাইয়ের বিমান ধরেন গাঙ্গুলী। এটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন গাঙ্গুলী।
বিমানের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে গাঙ্গুলী ক্যাপশনে লিখেন, ‘ছ’মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গেছে।’
গেল ২৯ মার্চ থেকে ভারতে শুরুর সূচি ছিলো আইপিএলের। কিন্তু করোনাভাইরাসের কারনে আইপিএলের এবারের আসরে ভারতের বাইরে হচ্ছে। অবশ্য,এর আগেও দু’বার ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল।