নিজস্ব প্রতিবেদন:
করোনায় বিপর্যস্ত ভারতকে ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ।
প্রায় ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন ও খাওয়ার ওষুধ, ৩০ হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট- পিপিই, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট ভারতে পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা সংক্রমণ বিস্তারে ভারতে মানুষের মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছে। এই সংকটময় সময়ে বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পাশে আছে।
করোনা থেকে ভারতের মানুষের জীবন বাঁচাতে সম্ভাব্য সব উপায়ে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।