বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

আজ ভারতের ৭৫-তম স্বাধীনতা দিবস ও বিপ্লবী ঋষি অরবিন্দের জন্ম জয়ন্তী পালন করা হলো ফলতা থানার শিবানীপুরে এবং ডায়মণ্ড হারবার ঋষি অরবিন্দ উদ্যানে।

শিবানীপুরে অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা “মুক্তকণ্ঠ”। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্থার শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন উত্তম দাস, সেখ আজাদ প্রমুখ। বিশিষ্ট শিল্পী রঞ্জন মণ্ডল এই সভায় পৌরোহিত্য করেন।


ডায়মণ্ড হারবার ঋষি অরবিন্দ উদ্যানে স্থায়ী শহীদ বেদীতে উপস্থিত সদস্য ও অতিথিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন ডাঃ বলীন্দ্র বৈদ্য। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরম্পরায় ঋষি অরবিন্দের ভূমিকা ও তাঁর ভারত ভাবনা বিষয়ে আলোচনা করেন সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী তপনকান্তি মণ্ডল। প্রসঙ্গক্রমে তিনি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন অনামা ও স্বল্প পরিচিত স্বাধীনতা সংগ্রামীর কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন।

স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের তাৎপর্য আলোচনা করেন প্রীতিরঞ্জন সরকার, হিরন্ময় চক্রবর্তী, সুবোধ কুমার হালদার, ডাঃ বলীন্দ্র বৈদ্য প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন প্রবীণা শিক্ষিকা মীরা মণ্ডল। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠু ভাবে তত্ত্বাবধান করেন সুব্রত বৈদ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে