মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক, পশ্চিমবঙ্গ :
৫৮ হাজার ৮৩২ রেকর্ড ভোটে জিতলেন মমতা । ভারতবর্ষের প্রধান রাজনৈতিক মুখ হতে চলেছেন মমতা ব্যানার্জী।
ভবানীপুরে সর্বকালীন রেকর্ড করলেন তৃণমূল সুপ্রীমো।প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেলেন ২৫ হাজার ভোট।সিপিএমের শ্রীজীব বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হলো।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন এবং সামশেরগঞ্জে তৃণমূলের আমিরুল ইসলাম বিপুল ভোটে জিতলেন।
ভবানীপুরে জয়ের হ্যাটট্রিট করলেন মমতা।কালীঘাটে কার্যত উৎসব শুরু হয়ে গেছে।আজ যেন মায়ের বোধন এখন থেকে শুধু ২০২৪ এ অসুর নিধনের জন্য অপেক্ষা বলে মনে করছেন আমজনতা। শরতের আকাশে বাতাসে ধ্বণিত হচ্ছে “জয় মমতা, জয় মমতা।”
নন্দীগ্রামে হেরে দ্বিতীয়বার পরীক্ষায় বসে বিপুল ব্যবধানে বিধানসভায় ঢোকার টিকিট নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮৩৮৯ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। ২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪৭০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬৩২০ ভোট। বাম প্বরার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা।