নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন লন্ডনে উপস্থিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মিলিত হন রাজা তৃতীয় চার্লস ও কনসোর্ট ক্যামিলা।

রোববার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে ছিলো ঘণ্টাব্যাপী এই আয়োজন।

বিভিন্ন দেশের রাজ পরিবারের সদস্য, রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধি মিলিয়ে প্রায় পাঁচশ অতিথি এদিন ব্রিটেনের নতুন রাজাকে স্বাগত জানান, মাতৃবিয়োগের জন্য জানান সমবেদনা। শোকের সময়ে পাশে থাকায় এবং সমব্যথী হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান রাজা চার্লস।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম পরে অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের বলেন, “অনুষ্ঠানে নতুন রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন  শেখ রেহানার সাথে একটা ভালো যোগাযোগ তৈরি হয়েছে।”

অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ সফরের কথা ছিল চার্লস ও ক্যামিলার। সেটা না হওয়ায় দুজনেই ‘দুঃখ প্রকাশ করেছেন’ বলে জানান হাই কমিশনার।

তিনি জানান, “রানী নিজে বলেছেন, তাদের পরিকল্পনা ছিল সিলেট দেখার, সুন্দরবন দেখার ও সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের। কিন্তু সেটা হয়নি।”

প্রধানমন্ত্রী নতুন রাজাকে অভিনন্দন জানান এবং তার মা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, “রানী কেবল আপনার কাছেই না, আমার কাছেও মাতৃসমা ছিলেন।”

হাইকমিশনার জানান, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তিনি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

এর আগে রোববার সকালে তিনি ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনে শেষ শ্রদ্ধা জানান এবং রানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইতে সই করেন।

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে অসীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটেন ছাড়াও আরও ১৪টি রাষ্ট্রের প্রধান এবং বাংলাদেশসহ ৫৬ সদস্যের কমনওয়েলথের প্রধান ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে